ভারতী ঘোষের উদ্যোগে ঘরে ফিরলেন ঘরছাড়া পরিবারগুলি।

পশ্চিম মেদিনীপুরঃ- ভোটের দিন হামলার ঘটনার পর ঘর ছাড়া ছিলেন গ্রামের বেশ কয়েকটি পরিবার। রবিবার বিজেপি নেত্রী ভারতী ঘোষ ঘরছাড়াদের ঘরে ফেরালেন। নারায়ণগড়ের গ্রামরাজ পঞ্চায়েতের সানদেউলী এলাকার ঘটনা। এদিন কুড়িটির বেশি পরিবার ঘরে ফিরল। ভোটের দিন সকালেই আক্রান্ত হয়েছিলেন এলাকার বিজেপি কর্মী, বিজেপির জেলা পরিষদ প্রার্থীর নির্বাচনী এজেন্ট নান্টু কুইলা। তৃণমূলের মারধরে মাথা ফেটেছিল তার। এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন নান্টু কুইলার পরিবার-সহ বেশ কয়েকটি পরিবার আটদিন পর বাড়ি ফিরলেন।  বাড়ি ফিরিয়ে অভয় দিলেন ভারতী ঘোষ। তিনি জানান, পুলিশ ব্যবস্থা না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এদিন আক্রান্ত পরিবারের সদস্যরা জানান যে, আজকে তো ভারতী ম্যাডাম এর উদ্যোগে বাড়ি ফিরলাম। কিন্তু উনি ফিরে চলে যাওয়ার পর কি হবে জানিনা, আতংকে দিন কাটছে। গ্ৰামবাসী নান্টু কুইলা বলেন এরপর যদি তৃনমূল আক্রমন করে তবে আমরাও আইনের আশ্রয় নেব। গ্ৰামবাসী রামলাল জানা বলেন ভোটের দিন থেকেই এখানে অশান্তি অব্যাহত। তৃনমূল অত্যাচারে প্রায় কুড়িটির বেশি পরিবার ঘরছাড়া। এখানে পুলিশ প্রশাসন কে বলে কোন কাজ হয় নি। আজ ভারতী ম্যাডাম এর সহায়তায় আমাদের বাড়ি ফিরতে পারলাম। আগামী দিনে কি হবে জানিনা, আতংকে দিন কাটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *