সোমবার সকাল থেকেই স্বাভাবিক ছন্দে যান চলাচল শুরু হবে বীরেন্দ্র সেতু বা মোহনপুর ব্রিজ।

পশ্চিম মেদিনীপুরঃ- নির্ধারিত সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে বীরেন্দ্র সেতু মোহনপুর ব্রিজ। সোমবার সকাল ৯-টা থেকেই শুরু হয়ে যাবে যান চলাচল। আজ ২০ ই আগস্ট রবিবার সন্ধ্যা নাগাদ এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। এও জানানো হয়েছে, সোমবার রাত্রি ১১-টা পর্যন্ত লোড টেস্টিং এর কাজ চলার কথা থাকলেও, সেতুর স্বাস্থ্য নিয়ে ইঞ্জিনিয়াররা সন্তুষ্ট হওয়ায়; সেই কাজ শেষ হয়ে যাচ্ছে সোমবার  সকাল ৮-টাতেই। সকাল ৯-টা থেকে আগের মতোই যানবাহন চলবে বীরেন্দ্র সেতুতে। তবে সূত্রের খবর, আপাতত সর্বাধিক ৮ টন ওজনের গাড়িই চলবে। আগামী ৭-৮ দিনের মধ্যে লোড টেস্টিংয়ের পূর্ণাঙ্গ রিপোর্ট এসে যাওয়ার পরে, ৮ টনের বেশি ওজনের মালবাহী গাড়ি বা ট্রাক চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে, ব্রিজের স্বাস্থ্য ভালো হওয়ায়, সেই ‘ছাড়পত্র’ মিলতে পারে বলেই সূত্রের খবর।

টানা কয়েক মাস (কয়েক বছর বললেও অত্যুক্তি হয় না) ধরে সংস্কারের কাজ চলার পর, গত ১৭ আগস্ট (বৃহস্পতিবার) গভীর রাত থেকে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখে (অ্যাম্বুল্যান্স বাদে) শুরু হয়েছিল সুপ্রাচীন এই সেতুর ভার বহন ক্ষমতা পরীক্ষা বা লোড টেস্টিং। সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে, টানা প্রায় তিন দিন ধরে সেই কাজ চলার পর; রবিবার (২০ আগস্ট) দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের তরফে বীরেন্দ্র সেতুর স্বাস্থ্য নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। রবিবার সন্ধ্যাতেই সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকদের। তারপরই, সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার সকাল ন’টা (9 am) থেকেই যানবাহন চলাচল করতে পারবে কংসাবতী নদীর উপর অবস্থিত, সড়কপথে মেদিনীপুর-খড়্গপুর সংযোগকারী বীরেন্দ্র সেতুর উপর দিয়ে। ফলে স্বস্তিতে আপামর জেলাবাসী থেকে শুরু করে জেলার বণিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *