রহস্যজনক সিন্দুক ঘিরে চাঞ্চল্য।
পশ্চিম মেদিনীপুরঃ- ক্ষীরপাই পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা বিকাশ রায়ের 150 বৎসর আগের মাটির ভাঙ্গাচোরা বাড়ী জি সি পি মেসিন দিয়ে ভাঙ্গার কাজ চলছিলো মাটির নীচে গর্ত খুলতেই বেরিয়ে এলো রহস্যজনক সিন্দুক। সেই খবর এলাকার বাসিন্দারা জানতে পারায় আগ্ৰহের সাথে ভীড় জমান বিকাশ রায়ের বাড়ীতে। কী আছে ঐ সিন্দুকে ? জানার আগ্ৰহ সমস্ত স্তরের মানুষের।