পৃথিবীর অভিকর্ষ ছাড়িয়ে চাঁদের পথে পাড়ি জমালো চন্দ্রযান-৩।
গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- পৃথিবীর অভিকর্ষের মায়া ছাড়িয়ে চাঁদের পথে পাড়ি জমালো চন্দ্রযান-৩। পৃথিবীর চারপাশে বেশ কয়েকবার প্রদক্ষিণ শেষ করে চাঁদের দিকে যাত্রা করেছে এই উপগ্রহ। গতকাল মধ্যরাত্রে একটি সফল পেরিজি-ফায়ারিং এর মাধ্যমে মহাকাশযানটিকে ট্রান্সলুনার কক্ষপথে ইনজেক্ট করা হয়েছে।
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে খুব মজার ছলে জানানো হয়েছে মহাকশ যানটির পরবর্তী স্টপ:চাঁদ। পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ই আগস্ট চন্দ্রযান ৩ একটি লুনার অরবিট ইনসারশন এর মাধ্যমে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে।