আবারো সাফল্য চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ আবারো অভিযান চালিয়ে আটক করে একটি ১৬ চাকার অবৈধ কয়লা বোঝাই ট্রাক। সূত্রের খবর বুধবার রাত্রে আবারও মুরগীর খাবারের চালানের আড়ালে ঝাড়খণ্ড থেকে ত্রিপল ঢাকা দিয়ে এই রাজ্যে কয়লা পাচারের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আসছিল। আর তা এরাজ্যে ঢোকার আগেই চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের জালে কয়লা বোঝাই ১৬চাকা ট্রাকটি আটক হয়।
যদিও পুলিশ দেখে ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাকটি আটক করে নিয়ে আসে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক শীতল নাগ দায়িত্ব নেয়ার পর থেকে অবৈধ কয়লার রাশ টানতে সক্রিয়। ঘটনার তদন্তে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ।