অবৈধ কয়লা খননের রাশ টানতে সক্রিয় খনি কর্তৃপক্ষ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- অবৈধ কয়লা খননের রাশ টানতে সক্রিয় দামাগড়িয়া খনি কর্তৃপক্ষ। কুলটিতে বিসিসিএল এর দামাগোড়িয়া খোলামুখ কয়লা খনির বড়িরা প্যাচের ওয়েস্ট সাইডের অবৈধ র্যাটহোল গুলি বুধবার ড্রোজার চালিয়ে বন্ধ করা হয়। এই বিষয়ে সেফটি অফিসার প্রবীর কুমার পাল জানান কোলিয়ারি কর্তৃপক্ষ মাসে দুইবার এই অভিযান চালিয়ে থাকে। কিন্তু, অবৈধ কয়লা খননকারীরা আবার বিভিন্ন জায়গায় র্যাট হোল তৈরি করে কয়লাখনন শুরু করে। কিন্তু অবৈজ্ঞানিক পদ্ধতিতে র্যাটহোল তৈরীতে জীবন হানির আশঙ্কা ও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে থাকে। তাই কোলিয়ারি কর্তৃপক্ষ এই অবৈধ কয়লা ক্ষণনের কারবারে রাশ টানতে কিছু সময় অন্তর এই অভিযান চালিয়ে থাকে।