চৌরঙ্গী মোড়ে পথদুর্ঘটনা; আহত দুই।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- মঙ্গলবার রাতে আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর রোডের চৌরাঙ্গি মোড় সংলগ্ন ময়দা মিলের কাছে এক পথদুর্ঘটন ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত্রি প্রায় ১১টা নাগাদ একটি মারুতি চারচাকা ভ্যান চৌরাঙ্গির দিক থেকে নিয়ামতপুরের উদ্যেশে যাওয়ার পথে ময়দা মিল সংলগ্ন রাস্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে কোনো গাড়িতে ধাক্কা মারে বলে খবর। ঘটনাস্থল থেকে মারুতি ভ্যানের চালক পালিয়ে যায় এবং ওই মারুতি ভ্যানের মধ্যে থাকা দুইজন আরোহী কে গুরুতর জখম অবস্থায় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে নিশ্চয়যানের মাধ্যমে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। একই সাথে পুলিশ ওই দুর্ঘটনাগ্রস্ত মারুতিভ্যান গাড়িটি রাস্তার মাঝের থেকে সরিয়ে চৌরাঙ্গি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়!