জমি বিতর্ক ইস্যুতে প্রতিনিধিদলের পরিদর্শন।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোলের কুলটি থানার অন্তর্গত কুলটির ৭২নম্বর ওয়ার্ডের কলেজ রোডের শ্মশান কালী মন্দির এলাকার জমি নিয়ে বিতর্ক। খবর সূত্রে জানা গিয়েছে যে, কুলটি সেলগ্রোথ ওয়ার্কস কারখানার CGM এর নেতৃত্বে এক প্রতিনিধি দল বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেন। জমি বিতর্ক বিষয়ে তিনি বলেন ওই জমি সেলগ্রোথ ওয়ার্কস কারখানার এবং ওই জমি দখল নিয়ে থানায় একটি অভিযোগ জানানো হয়েছে। ৭দিনের সময়ে একটি নোটিস দেওয়া হবে। এর মধ্যে যদি জমি খালি না হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এলাকার কাউন্সিলার চৈতন্য মাজি বলেন, এই এলাকায় কোন অবৈধ নির্মাণ নয়।

এটি ১০০-১৫০ বছরের পুরানো হিন্দুদের শ্মশান এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা জমি। এখন এই এলাকায় জনবসতি হওয়ার ফলে এই শ্মশান ব্যবহার করা হয় না। এখানে ভোলানাথের মন্দির নির্মাণের কাজ চলছে। বর্তমানে কমিটির আর্থিক সংকট রয়েছে। তাই কাজ বন্ধ রয়েছে। আগামী দিনে এই মন্দিরের কাজ সম্পূর্ণ হবে। একই সাথে কমিটির পক্ষ থেকে পুকুরটির সংস্কার করা হচ্ছে। আমরা অন‍্যায়ের প্রতিরোধ করতে জানি। এটি সেলগ্রোথ ওয়ার্কস কোম্পানির জমি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *