গোরু পাচার কান্ডে আসানসোল সিবিআই আদালতে হাজির শেখ আব্দুল লতিফ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- গোরু পাচার কাণ্ডে বৃহস্পতিবার সকালে আসানসোল সিবিআই আদালতে হাজির হন শেখ আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টের নির্দেশেই এদিন আসানসোল সিবিআই আদালতে হাজির হন। গরমের জন্যে এই মুহূর্তে আদলতে মর্নিং শেসন চলছে। তাই বৃহস্পতিবার ভোররাত থেকেই আদালতে হাজির হয় আবদুল লতিফ। মুখে কালো মাস্ক কালো টুপি চোখে কালো চশমা লাগিয়ে সবার নজর এড়িয়ে আদালতে ঢুকে পড়েন লতিফ। সিবিআই ও বিচারক আসার আগেই এজলাসে কার্যত আত্মগোপন করে বসে থাকেন লতিফ। এদিন লতিফের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে মেনেই এদিন লতিফ আসানসোলের সিবিআই আদালতে হাজির হয়েছে।
সুপ্রিম কোর্ট আরো জানিয়েছেন, তদন্তের স্বার্থে লতিফকে পূর্ণ সহযোগিতা করতে হবে। অন্যদিকে লতিফের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে লতিফের বিরুদ্ধে এখনই কোনো বিরাট সিদ্ধান্ত নেওয়া যাবে না। যেহেতু লতিফ নিজেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আদালতে হাজির হয়েছেন। যা এক প্রকার আত্মসমর্পণের শামিল। এদিন বিচারক উভয় পক্ষের সওয়াল জবাব শেষে লতিফকে ১৫ হাজার টাকার বণ্ডে জামিন দেন। একই সাথে তার পাশপোর্ট জমা নেওয়ার সাথে প্রতি তিনদিনে সিবিআই এর কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বলা হয় এই সময় যেন লতিফ কোনো ভাবেই কোনো অপরাধ মূলক কারবারে জড়িয়ে না থাকে। আগামী ৬ই মে লতিফকে আসানসোল আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।