মুথুট ফাইন্যান্সের দপ্তরে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের আদালতে পেশ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোলের জি টি রোডের ভাঙ্গা প্রাচিল এ মুথুট ফাইন্যান্সের দপ্তরের ডাকাতির ঘটনা ঘটেছিল ২০২০ সালে। তারই দুই অভিযুক্ত গুড্ডু কুমার, বিট্টুকুমার কে পুলিশ ধরে তদন্ত শুরু করেছিল। বৃহস্পতিবার দিন আবারো তাদেরকে পুলিসের কড়া নিরাপত্তা মধ্যে চন্দননগর থেকে আসানসোল আদালতে নিয়ে আসা হয়। আসানসোল আদালতে তোলার সময় পুলিশের অটো-সাটো নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল।