একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করলেন দিলিপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুরঃ- আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নং ব্লকের মাঝিপাড়া এলাকায় হাইমাস্ট লাইট, কমলপুর গ্রামে হাইমাস্ট হাইমাস্ট লাইট, খালকোনা গ্রামে সাবমার্স পাম্প এমপিল্যাডের টাকায় উদ্বোধন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন রামনবমীকের কেন্দ্র করে অশান্তির ঘটনায় জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
তিনি জানান, তাঁরা প্রথম থেকেই সন্দেহ করেছিলেন। তাই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত দাবি করেছিলেন, আদালতে আপিল করা হয়েছিল। আদালত তাঁদের দাবিকে মেনে নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার যা অবস্থা, আরও এই প্রকারের তদন্ত হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।