এলাকায় বেকারদের চাকরি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন বামফ্রন্টের।

সৌমিত্র গাঙ্গুলি, জামুড়িয়া, পশ্চিম বর্ধমানঃ- এলাকার মানুষ কারখানার ধুলো ধোয়া ভোগ করবে আর চাকরি করবে বাইরের মানুষ। তা হতে দেওয়া যাবে না এই শ্লোগানে আজ সকাল থেকে জামুড়িয়ার বিভিন্ন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বাম সমর্থিত ৭টি সংগঠন।

বিক্ষোভকারিরা বলেন ৯০ দশকে বাম আমলে জামুড়িয়ার শিল্প তালুক তৈরি হয়েছিল বেকারদের কর্মসংস্থানের জন্য। সেই সময় তারা বলেছিল ধাপে ধাপে কর্মসংস্থান করা হবে। কিন্তু এরপর ২০১১ সালে সরকার পরিবর্তন হয়। তারপর থেকেই স্থানীয় বেকারদের চাকরি হচ্ছে না। শাসক দলের একটি চক্র বহিরাগতদের কাছে টাকা নিয়ে  চাকরি দিচ্ছে। এলাকার মানুষ কারখানার ধুলো ধোয়া ভোগ করছে। আর কাজ থেকে বঞ্চিত হচ্ছে  এলাকার বেকার যুবকেরা।

এমনকি কারখানা কর্তৃপক্ষ, প্রশাসন ও শাসক দলের সাহায়্য নিয়ে বন বিভাগের জমি দখল করে নিচ্ছে বলে অভিযোগ। তাছাড়াও কারখানা গুলিতে শাসক দলের তোলাবাজী, শ্রমিকদের ৮ ঘণ্টার বেশী কাজ করাচ্ছে। এদিনের কর্মসূচীতে নেতৃত্ব দিয়েছিলেন সিপিআইএমের নেতা মনোজ দত্ত, তাপস কবি, সুজিত দত্ত, বুদ্ধদেব রজক, সঞ্জয় চ্যাটার্জী, সুপ্রিয় চ্যাটার্জী সহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *