দিল্লী থেকে লোক এসে বাংলায় হিংসা ছড়াচ্ছে, কালিয়াচকের ঘটনায় BSF এর জড়িত থাকার অভিযোগ, কি জানালেন মুখ্যমন্ত্রী?
নিউজ ডেস্কঃ- মালদায় এক প্রশাসনিক সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান পশ্চিমবঙ্গে দিল্লী থেকে কিছু লোক এসে হিংসা ছড়াচ্ছেন। তিনি এব্যাপারে জানান – দিল্লী থেকে ২০-২৫ জন এসে বৈঠকও করেছেন। তারা পশ্চিমবঙ্গে এসে হিংসা ও দাঙ্গা ছড়াচ্ছে। এরকমই দাবী করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আজকের সভা থেকে এমনও অভিযোগ করেন যে, বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ও দাঙ্গা ছড়াচ্ছে ঐ বাইরে থেকে আসা লোকজনেরা। তিনি এও দাবী করেন যে, পশ্চিমবঙ্গে হিংসা ছড়ানোর জন্য ও দাঙ্গা লাগানোর জন্য টাকা দেওয়া হচ্ছে। হিংসার জন্য টাকা দিয়ে কাজে লাগানো হচ্ছে মুসলিম ছেলেদের।
এছাড়াও কালিয়াচকে গুলি চালানোর ঘটনায় মুখ্যমন্ত্রী অভিযোগের আঙ্গুল তোলেন BSF এর দিকে। তিনি এই ঘটনায় BSF এর জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য পুলিশকে বলেন।
মুখ্যমন্ত্রীর এইসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। তিনি তীব্র শ্লেষাত্মক ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন।