একগুচ্ছ গাফিলতির অভিযোগে ঘেরাও বিদ্যুৎ দপ্তর এর অফিস।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- বিদুৎ সরবরাহ পরিষেবার নানান গাফিলতি নিয়ে বুধবার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বিদ্যুৎ সরবরাহকারি স্টেশন ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। যার নেতৃত্ব দেন হিন্দুস্তান কেবলস্ পুনর্বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন। তিনি বলেন গ্রাহক পরিষেবা থেকে শুরু বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যাবতীয় পরিষেবা প্রদানের ক্ষেত্রে রূপনারায়ণপুর স্টেশন অযোগ্য হয়ে উঠেছে। একইসাথে এই স্টেশনের ম্যানেজার ও গ্রেড ওয়ান এবং আধিকারিক সহ অন্যান্য কর্মচারীরাও সাধারণের ওপর দুর্ব্যবহার করছে। সেই কারণে ১৪ দফা দাবিতে স্থানীয়রা স্মারকলিপি জমা দিয়েছে।
স্থানীয়দের দাবি বিদ্যুৎদপ্তরের আধিকারিক বিপ্লবমন্ডল এছাড়া বিদ্যুৎ দপ্তরের অর্ণব মণ্ডল ও প্রভাত সাউ নামের আধিকারিকদের দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারণে অবিলম্বে অপসারণ করতে হবে। যদিও এদিন উপরিউক্ত ওই তিন আধিকারিক কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন না। তাই সুভাষ মহাজন জানিয়েছেন আগামী দুই তিনদিনের মধ্যেই স্থানীয়রা এই বিদ্যুৎ সরবরাহকারী স্টেশনে পুনরায় অভিযান চালাবেন।যদিও এইদিনের বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বিদ্যুৎদপ্তরের পক্ষ থেকে!!