সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি ধাবার লোকজনেরা খবর দিলে ঘটনাস্থল থেকেই তিনজনকে অচেতন অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। কিছুক্ষণ পর অন্যজনও মারা যায়। মৃতের প্রতিবেশী মানু দত্ত জানান, কয়েকজন যুবক মোটরসাইকেল করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন, জাতীয় সড়কের উপরে রাস্তা মেরামতি কাজের জন্য তাদের মোটরসাইকেলের চাকা স্লিপ করে যায়। ঘটনাস্থলে তারা উল্টে পড়লে ভারী কোন বাহন তিন যুবকের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজন মারা গিয়েছে আর একজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনজনের মধ্যে দুজনের বাড়ি ধাদকায়, একজনের বাড়ি মোহিশীলা কলোনিতে বলে জানা গেছে। তাদের তিনজনের বয়স আনুমানিক ২৫ বছর। ঘটনার তদন্তে পুলিশ!!