কম্বলকান্ডের জেরে আদালতে জীতেন্দ্র তেওয়ারী।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ-  আসানসোলের রেলপারের কম্বল কাণ্ডের মামলায় বুধবার আসানসোল আদালতে হাজির হন আসানসোলের প্রাক্তন  মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তৃণমূলের করা মামলার কারণে তাকে আজ আসানসোল আদালতে হাজির হতে হয়েছে। উল্লেখ্য বর্তমানে জিতেন্দ্র তিওয়ারি কলকাতায় বসবাস করছেন। ল এণ্ড অর্ডারের প্রশ্নে উচ্চ আদালত জিতেন্দ্রকে আসানসোলে থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিন জিতেন্দ্র বলেন তিনি প্রাক্তন মেয়র ও প্রাক্তন বিধায়ক। তার পরেও তার আসানসোলে থাকায় ল এণ্ড অর্ডারের প্রশ্ন আসে। অথচ শহর শিল্পাঞ্চল জুড়ে বালি, কয়লা, লোহা মাফিয়ারা অবলিলায় ঘুরে বেড়াচ্ছে। তাতে শহরের কোনো ক্ষতি হচ্ছে না। আসালে তার আসানসোলে থাকাতে তৃণমূলের ক্ষতি। এছাড়াও তিনি বলেন কম্বল কাণ্ডে মৃত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার কথা থাকলেও তৃণমূল তাদের চাকরি না দিয়ে অন্যজনদের  দিয়েছে। এছাড়াও ওই পরিবারগুলিকে আর্থিক সহযোগিতার কথা থাকলেও সেই টাকা নয়ছয় করা হয়েছে। লুট করা হয়েছে সেই টাকা। একই সাথে কয়লা পাচার মামলায় ইডির সিবিআই এর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তদন্তে যারা অপরাধী তারা ভয় পাবেন। যারা অন্যায় করেননি তাদের কোনো ভয় বা আড়ালের প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *