গুরু পূর্ণিমায় ভোর থেকেই ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে।

হাওড়াঃ- গুরু পূর্ণিমায় ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে। সোমবার শ্রদ্ধার সঙ্গে পালিত হয় গুরু পূর্ণিমা। দীক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন অগণিত ভক্ত বেলুড় মঠে উপস্থিত হন। বিশেষ এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরই নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনে তাঁরা স্বশরীরে বেলুড় মঠে এসে দীক্ষা গুরুকে প্রণাম নিবেদন করেন। পূজা করেন। এবং দীক্ষাগুরুর আশীর্বাদ নেন। এই উপলক্ষে বেলুড় মঠের মহারাজেরা ভক্তদের প্রণাম নেন ও আশীর্বাদ দেন। এদিন ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে বেলুড় মঠের গেটে। সাদা পদ্ম নিয়ে ভক্তরা এসেছিলেন গুরু দর্শন, প্রণাম ও আশীর্বাদ গ্রহণের জন্য। মঠের নিয়মমতো প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজরাই দীক্ষা দিতে পারেন। সেইমতো মঠের প্রেসিডেন্ট মহারাজ এবং অন্যরাও প্রণাম গ্রহণ করেন। যাঁরা ভক্তদের দীক্ষা দিয়েছেন তাঁরা এই দিনে ভক্তদের দ্বারা পুজিত হন। সেই ঐতিহ্য এখনও বেলুড় মঠে চলে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *