দুয়ারে স্বাস্থ্য পরিষেবা হাওড়ায়। একই দিনে ৬টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন।

হাওড়াঃ- হাওড়া কর্পোরেশনের উদ্যোগে এবার ‘দুয়ারে চিকিৎসা পরিষেবা’চালু হয়ে গেল। সেই লক্ষেই হাওড়া কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস সেণ্টার’ খোলা হবে। যেখানে প্রত্যেকদিন বর্হিবিভাগের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। প্রয়োজনীয় ওষুধপত্রও বিলি করা হবে। এখানে একজন মেডিক্যাল অফিসার, নার্স ও স্বাস্থ্যকর্মী থাকবেন। জরুরি প্রয়োজনে রোগীদের কোনও সেলাই বা আপৎকালীন চিকিৎসারও ব্যবস্থা করা হবে। কোথাও কর্পোরেশনের নিজস্ব ভবনে আবার কোথাও ভাড়া বাড়িতে এই চিকিৎসা কেন্দ্রগুলি চলবে। আজ ১৯মে শুক্রবার ৬টি ওয়ার্ডে এরকম ৬টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেণ্টার চালু হয়েছে। যেসব ওয়ার্ডে এই কেন্দ্রগুলি চালু হয়েছে সেগুলি হল ২৯, ৫০, ৮, ২৫, ১৬ ও ১৯। এই ৬টি সেণ্টার নিজস্ব ভবনে চালু হবে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ধাপে ধাপে প্রতিটি ওয়ার্ডেই এই ধরনের চিকিৎসা কেন্দ্র চালু করা হবে। এখানে ছুটির দিন ছাড়া রোজ একজন চিকিৎসক আউটডোরে বসৈ রোগী দেখবেন। মানুষের বাড়ির কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। প্রসঙ্গত, এদিন হাওড়া পৌরনিগমের শহুরে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলির উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়।

এগুলো হলো –

১) ২৯ নং ওয়ার্ডের নিত্যধন মুখার্জী রোডে অবস্থিত সুস্বাস্থ্য কেন্দ্র। এর উদ্বোধন করেন নিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, প্রশাসনিক পর্ষদ সদস্য রাইচরণ মান্না। ২) ২৫ নং ওয়ার্ডের অক্ষয় চক্রবর্তী লেনে (বেজপুকুর) অবস্থিত কেন্দ্র। উদ্বোধন করেন নিগমের  সহ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী। ৩) ৫০ নং ওয়ার্ডের প্রগতি সংঘ, বালটিকুড়ি ধাড়া পাড়ার স্বাস্থ্যকেন্দ্র। উদ্বোধন করেন নিগমের সহ মুখ্য প্রশাসক দেবাংশু দাস। ৪) ১৯ নং ওয়ার্ডের ৫০, পঞ্চাননতলা রোড (হাওড়া ময়দান) (থ্যালাসেমিয়া হাসপাতালের পাশে) স্বাস্থ্যকেন্দ্র। উদ্বোধন করেন নিগমের প্রশাসনিক পর্ষদ সদস্য দিলীপ ঘোষ।

৫) ১৬ নং ওয়ার্ডের ২/১, বি এল রায় রোড, পিলখানার স্বাস্থ্যকেন্দ্র। এর উদ্বোধন করেন নিগমের প্রশাসনিক পর্ষদ সদস্য অনুপ চক্রবর্তী মহাশয় ও শ্রীমতি মনজিৎ রাফেল। এবং ৬) ৮ নং ওয়ার্ডের কিউ রোড, বেলগাছিয়ার স্বাস্থ্যকেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *