রেল এবং সড়ক দুর্ঘটনা রুখতে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মশালা ও প্রদর্শনী।
হাওড়াঃ- রেল এবং সড়ক দুর্ঘটনা রুখতে প্রয়াস চালাচ্ছে হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, শুক্রবার ও শনিবার এই ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন ধরনের মডেল এবং কারিগরিবিদ্যা নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শাখায় এদিন আশপাশের আটটি স্কুলের ছাত্র-ছাত্রীরা শুক্রবারের এই কর্মশালায় উপস্থিত হয়। দুর্ঘটনা রুখতে কিভাবে স্পিড ব্রেকারকে বিদ্যুতের সাহায্যে জেনারেট করতে হবে তা যেমন ব্যাখ্যা করেন ছাত্রছাত্রীরা।
তেমনই ট্রেন অ্যাক্সিডেন্ট রোখার ক্ষেত্রে নতুন সিস্টেম উদ্ভাবন করেও নজির তৈরি করেছে এই কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীরা। এদিন এই কর্মশালার উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অধ্যাপক যোগেশ কুমার সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।