সারা ভারত কৃষক সবার ডাকে মণিপুর দিবস পালন রানীগঞ্জ।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- রাজ্যের সাথে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সিটু সারা ভারত কৃষক সবার ডাকে মণিপুর দিবস পালন করা হচ্ছে। রানীগঞ্জ স্টেশন চত্বরে সিপিআইএমের বিক্ষোভ। মনিপুর থেকে মালদা আমরা প্রতিদিন দেখছি নারী নির্যাতন প্রতিদিন বাড়ছে। নারী নির্যাতনের উপর যে হামলা তা আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি ও আর এস এস ডাবল ইঞ্জিনের কথা বলতো। মনিপুর রাজ্যে বিজেপি কেন্দ্রে বিজেপি, তিন মাস ধরে মনিপুর জ্বলছে। নরেন্দ্র মোদী ৫৬ ইঞ্চির কথা বলেছিল নিরব হয়ে জ্বলন্ত মনিপুর কে দেখছে। কয়েকশো মানুষ মারা গেছে। নারীর সম্মান নষ্ট হচ্ছে শুধু মণিপুর নয়  নাগাল্যান্ড সহ গোটা উত্তর পূর্ব ভারতে এই আগুন জ্বলছে। জাত পাতের রাজনীতি করতে গিয়ে আরএসএস বিজেপি তার ঘৃণার রাজনীতি করতে গিয়ে মনিপুর উপহার দিয়েছে। একই কায়দায় আমাদের বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে সাথে নিয়ে ও আরএসএস কে সঙ্গে নিয়ে একই রাজনীতির বিভাজনের প্রতিষ্ঠাতা করতে চাইছে। বাংলাকে মনিপুরের মত ষড়যন্ত্র করে বাংলায় আগুনে মুখে ফেলতে  যে ষড়যন্ত্র চলছে আমরা তার বিরুদ্ধেও প্রতিবাদে নেমেছি। লুটের ব্যবস্থা কায়েম হয়েছে, লুটের রাজনীতি ব্যবস্থা কায়েম করা হয়েছে। লুটের রাজনীতির বিরুদ্ধে, মানুষের রুটি রুজি বেঁচে থাকার জন্য। তৃণমূল বিজেপির যে ঘৃণা সৃষ্টির রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ। বিক্ষোভ উপস্থিত ছিলেন সুপ্রিয় রায়, দিব্যেন্দু মুখার্জি, হেমন্ত প্রভাকর সহ সিপিআইএম কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *