ভর সন্ধ্যায় ফিল্মি কায়দায় চুরি, পিংলার দুজিপুরে চাঞ্চল্য।
পশ্চিম মেদিনীপুরঃ- এক প্রকার ফিল্মি কায়দায় চুরি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত দুজিপুর বাজার এলাকায়। গতকাল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ নির্মল দাসের বাড়ি থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা সহ প্রায় ২৫ ভরি সোনা, চুরি করে নিয়ে পালালো চোর। নির্মল দাস এর ছেলে জানান – “পিংলার মহিষগড় এলাকায় পূর্বগৃহ রয়েছে, ঘন্টা কয়েকের জন্য আমরা সকলে বেড়াতে যাই। আর সেই সুযোগে চোর চুরি করে নিয়ে যায়। আমরা যখন বাড়ি ফিরে দেখি বাড়ির সামনের দরজা সব তালা গুলো ভাঙ্গা রয়েছে।
বাড়িতে ঢুকে যখন দেখলাম বাড়িতে কিছুই নেই আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। এর আগে কখনো আমাদের এলাকায় এই ধরনের ঘটনা কখনো ঘটে নি।” বাড়ির সম্মুখে রয়েছে বাজার লোকের সমাগম তা সত্ত্বেও ভর সন্ধ্যায় কিভাবে হলো চুরি তা নিয়ে উঠছে প্রশ্ন। পিংলা থানায় খবর দেয়া হলে পিংলা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।