রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে আগুন; অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে , অভিযোগ অস্বীকার শাসকদল তৃণমূলের। বাঁকুড়ার তালডাংরা ঘটনা। তালডাংরা মন্ডল দুই-র বিজেপি কার্যালয়ের দুষ্কৃতীরা আগুন লাগায় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, সোমবার গভীর রাতে তালডাংরা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তালডাংরা বাজার এলাকায় অবস্থিত তালডাংরা মন্ডল দুই-র বিজেপি কার্যালয়। গতকাল মাঝ রাতে বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। রাতেই বিজেপি নেতৃত্ব খবর পান কার্যালয়ে আগুন জ্বলছে। তখনই ছুটে আসে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি সহ অন্যান্য বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তালডাংরা থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বিজেপি কর্মীরা জল ঢেলে আগুন নেভান।
বিজেপির কার্যালয়ে আগুন লাগার ঘটনায় শাসক দল জড়িত বলে অভিযোগ বিজেপির। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে কিভাবে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং রাতে কার্যালয় থেকে একশো মিটার দূরে সিভিকদের ডিউটি থাকাকালীন এই ধরনের ঘটনা কি করে ঘটে? যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃনমূলের স্থানীয় ব্লক সভাপতি তারাশঙ্কর রায়। তাঁর দাবী, এই ধরনের নোংরা রাজনীতি তৃণমূল করে না। বিজেপির আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী তালডাংরা ব্লক তৃণমূল সভাপতির।