“ফোরটিন মিনিটস মিরাকল”, হাওড়া স্টেশনে হলো এই সিস্টেমের পরীক্ষামূলক ট্রায়াল রান।

হাওড়াঃ- মাত্র ১৪ মিনিটেই দেখা যাবে চমক। রেলের পক্ষ থেকে যার পোশাকি নাম দেওয়া হয়েছে ফোরটিন মিনিটস মিরাকল। মূলত ১ অক্টোবর, রবিবার এর ট্রায়াল হলো। এই কর্মসূচির মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের সব ট্রেন মাত্র ১৪ মিনিটেই সাফাই করা হবে।

আর ৪৫ মিনিট নয়, এখন থেকে সময় লাগবে মাত্র ১৪ মিনিট। বন্দে ভারতের প্রতিটি কামরাকে সাফাইয়ের মাধ্যমে পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুত করে ফেলা হবে মাত্র ১৪ মিনিটের মধ্যেই। এদিন ‘ফোর্টিন মিনিট মিরাকল’ ব্যবস্থা খতিয়ে দেখা হলো। উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা।

প্রসঙ্গত রেলমন্ত্রক আগামীকাল সোমবার থেকে দেশের ২৯টি স্টেশনে এই পরিষেবা শুরু করবে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে রবিবার ১ অক্টোবর স্বচ্ছতাই সেবা কর্মসূচি পালন করা হয়। সকালে শালিমার স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রের নেতৃত্বে উচ্চপদস্থ রেল আধিকারিকরা রেললাইন পরিষ্কার করেন। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্লাটফর্মে পৌঁছালে ওই ট্রেন নির্দিষ্ট সময়ে সাফাইয়ের কাজ শুরু হয়। যাত্রীরা ট্রেন থেকে নামার পর প্রত্যেকটি কোচে তিনজন করে সাফাই কর্মী ওঠেন। তাঁরা দ্রুততার সঙ্গে ট্রেনের ভিতরে সাফাই করেন। ট্রেনের আসন, কাচের জানলা, টেবিল এবং টয়লেট সহ গোটা ট্রেনটিকে মাত্র ১৪ মিনিটে পরিষ্কার করা হয়।

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম কৃষ্ণরাও চৌধুরী বলেন, আজ থেকে পরীক্ষামূলকভাবে বন্দে ভারত এক্সপ্রেসকে পরিষ্কার করার কাজ শুরু হলো। এর মূল উদ্দেশ্য হলো কম সময়ে ট্রেনটাকে পুরোপুরি পরিষ্কার করা। প্রত্যেকটি কোচে তিনজন সাফাই কর্মী পরিষ্কার করবেন। আগে যেখানে ট্রেনটিকে পরিষ্কার করতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগতো। সেটা এখন থেকে মাত্র ১৪ মিনিটে করা হবে। তৈরি করা হবে ফ্লো চার্ট। এই পরীক্ষামূলক কর্মসূচি যদি সফল হয় তাহলে অন্য ট্রেনেও প্রয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *