বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, অভিযোগের তীর তৃনমূলের দিকে।

পশ্চিম মেদিনীপুরঃ- পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৯ নম্বর বলপাই অঞ্চলের পানিথর বুথে এলাকায়। মৃতের নাম দীপক সামন্ত। বয়স ৩৫ বছর।

মৃতের পরিবারের দাবি দীপককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একই দাবি করেছে বিজেপি নেতৃত্বও। যদিও এদিন দুপুর পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, অঞ্চল সভাপতি মালিক মাইতি সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রতিদিন তাকে মেরে ফেলার হুমকি দিতো। তারপরই আজ সকাল থেকে ওই বিজেপি বুথ সভাপতিকে বাড়িতে থেকে উধাও হয়ে যায়। পরবর্তীতে ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় তার।

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস অভিযোগ, গত এক বছর ধরে বিজেপি করার অপরাধে চাষবাস থেকে ওই বুথ সভাপতিকে বয়কট করে রাখা হয়েছিল। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করতেও বাধা দেওয়া হয়েছিল। এমনকি তৃণমূল নেতৃত্বরা তার স্ত্রীকে হুমকি দেয় স্বামীকে খুন করে দেওয়ার। তারপরেই আজ মৃতদেহ উদ্ধার হয়।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূলের সভাপতি আবু কালাম বক্স বলেন,এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, বিজেপি প্রতিটি মৃত্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। বিজেপি শকুনের মত মৃতদেহ খোঁজার চেষ্টা করে। ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে সবং থানার পুলিশ আধিকারিকরা। কি কারনে মৃত্যু তার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *