গভীর রাতে আগুনে ভস্মীভূত বাড়ী।
পশ্চিম মেদিনীপুরঃ- গতকাল গভীর রাতে ক্ষীরপাই পৌরসভার সাত নং ওয়ার্ডে একটি বাড়ীতে আগুন লাগে। গৃহকর্ত্রীর নাম মঙ্গলা দোলই। অসহায় মূক-বধীর মঙ্গলা দোল সরকারী প্রকল্প থেকে কয়েকবছর আগে বাড়ীটি পেয়েছেন। সেই বাড়ীতেই গতকাল গভীর রাত্রীতে আগুন লাগে। আগুনের প্রচণ্ড উত্তাপ গায়ে লাগলে তিনি দেখেন তার বাড়িতে আগুন লেগে গেছে। তার চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। প্রতিবেশীরা বেরিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে বাড়ীর ভেতর থেকে মঙ্গলা দোলই ও শীতল দোলই কে সংঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে। তাদের বাড়ীতে থাকা গরু, ছাগল, মুরগী সব পুড়ে মারা গেছে বলে জানা গেছে।