রবিবার সারাদিন বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল।

হাওড়াঃ- হাওড়া ডিভিশনে আপগ্রেডেশন কাজের জন্য ট্রেন নিয়ন্ত্রণ করা হবে বলে রেল সূত্রের খবর। হাওড়ার বেলানগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিং কাজের জন্য প্রায় ২৩ ঘন্টা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে৷ এই কারণে হাওড়া এবং বর্ধমান(কর্ড লাইনের মাধ্যমে) মধ্যে সমস্ত ইএমইউ লোকাল বাতিল থাকবে৷ 12369 হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া – ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, 12321 হাওড়া – মুম্বাই এক্সপ্রেস ব্যান্ডেল – বর্ধমান হয়ে ডাইভার্ট করা হবে।

বালি পর্যন্ত মেইন লাইন লোকাল পাওয়া যাবে।  তবে, যাত্রীদের সুবিধার্থে, ডানকুনি এবং বর্ধমানের মধ্যে কর্ড বিভাগে আট জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং ২ জোড়া স্পেশাল ট্রেন হাওড়া ও বর্ধমানের মধ্যে কর্ড হয়ে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *