বাড়ি থেকে পরীক্ষা দিতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
হাওড়াঃ- বাড়ি থেকে পরীক্ষা দিতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। নিখোঁজ ওই উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীর এখনো পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। জানা গেছে, সাগরদ্বীপ ঘোষ নামের ওই ছাত্র মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল পরীক্ষা দেবার জন্য।
কিন্তু সে পরীক্ষাকেন্দ্রে যায়নি বলেই পরিবারের দাবি। মুন্সিরহাটের বড়গাছিয়া পান্নালাল হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল সাগরদ্বীপের। এই ঘটনা নিয়ে জগৎবল্লভপুর থানায় মিসিং ডায়েরি করেছেন পরিবারের লোকজন। তদন্ত শুরু করেছে পুলিশ।’