ট্রাফিক পুলিশদের জন্য অভিনব উদ্যোগ এক বেসরকারী কোম্পানির।
হাওড়াঃ- ট্র্যাফিক নিয়ম বাস্তবায়নের সাথেই শুধু জড়িত তা নয়, মানুষের রাস্তায় চলাফেরা নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন ট্রাফিক পুলিশ অফিসার। তাদের নিজেদের নিরাপত্তার কথা ভাবলো কলকাতার এক নামি বেসরকারি কোম্পানি র্যাপিডো। এদিন যারা রাস্তায় সর্বক্ষণ দাঁড়িয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করে। যাদের তদারকিতে নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারেন বহু মানুষ। এবার তাদের নিরাপত্তার কথা ভেবে র্যাপিডো নামে এক বেসরকারি কোম্পানি অভিনব উদ্যোগ নিল। হাওড়া পুলিশ কমিশনারের অন্তর্গত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকদের একটি করে সেফ জ্যাকেট প্রদান করা হয়। এতে খুশি এবং উপকৃত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মকর্তারা।
একদিকে টাক ফাঁটা গরম। আরেকদিকে ঝড় বৃষ্টি মাথায় উপর। সব কিছুকে উপেক্ষা করেও দিনের বেশিরভাগ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিক আইন নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাতে হয় নির্দ্বিধায়। যাদের উপর ভরসা করে রাস্তায় চলাফেরা করা যায়। তাদের নিজেদের কথা এবার ভাবতে এই ধরনের অভিনব উদ্যোগ নিল র্যাপিডো কোম্পানি। এদিন এই কোম্পানির প্রতিনিধিরা এসে প্রায় শতাধিক পুলিশ কর্মীকে সেভ জ্যাকেট প্রদান করে সম্মান জানান।
কখনো হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে জরিমানার বদলে নিজেদের উদ্যোগে কলকাতার এই নামি বেসরকারি কোম্পানি হেলমেট প্রদান করেছেন সেই সমস্ত বাইক আরোহীদের। এবার হাওড়া পুলিশ কমিশনারের অন্তর্গত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকদের নিয়ে এই দিনের এই অনুষ্ঠানের আয়োজন করেন র্যাপিডো কোম্পানির আধিকারিকরা।