আসানসোলের আইনজীবীকে খুনের অভিযোগে গ্রেফতার ল ক্লার্ক।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোল আদালতের আইনজীবী খুনের ঘটনায় স্ত্রী ও শ্বশুরকে গ্রেফতারের পর এবার আসানসোল আদালতের ল-ক্লার্ক মনোজ যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য যে, অন্ডাল থানার সহায়তায় দক্ষিণ থানার পুলিশ তার স্ত্রী শম্পা দাস এবং শ্বশুর তারকনাথ দাসকে আইনজীবী ব্রজেশ্বর দাস হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোল আদালতে তোলা হয় স্ত্রী ও শশুর কে। বিচারক ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।
অ্যাডভোকেট ব্রজেশ্বর বাঁকুড়ার সালতোড়ার বাসিন্দা বলে যানা যায়। তিনি তার পরিবারের সাথে আসানসোলে থাকতেন এবং তার শ্বশুর বাড়ি অন্ডালে। 10 জুন, নিখোঁজের অভিযোগ সামনে আসে। তার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এরপরই প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযুক্ত দের পুলিশ হেফাজতে নিয়ে পুরো বিষয়টি উদঘাটন করে পুলিশ। ঘটনার বিষয় নিয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে!