সিপিআই(এম) এর দেওয়াল লিখনে তৃনমূলের বাধা; উত্তেজনা এলাকায়।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পুলিশকে হুঁশিয়ারি দিয়ে, পুলিশ ফাঁড়ি ঘেরাও করে, পুলিশ তৃণমূলের নেতাদের সঙ্গে মিলে সিপিএমের কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন; এমনই দাবি করে, কর্মী সমর্থকদের নিয়ে শুক্রবার বিকেলে নিমচা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিপিআইএম।

শুক্রবার রানীগঞ্জের হাড়াভাঙ্গায় সিপিআই(এম)’র দেওয়ার লিখনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এই অভিযোগের প্রেক্ষিতে এদিন  বিকেলে, তৃণমূলের ওই সকল অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে, নিমচা পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায়  সিপিআই(এম) কর্মীরা।  সিপিআই(এম)’র অভিযোগ, শুক্রবার সকালে সিপিআই(এম) কর্মী কল্লোল কর্মকার সহ তিনজন পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের সমর্থনে দেওয়াল লিখনের কাজ করছিলেন, তখন তৃণমূলের তিনজন দুষ্কৃতি এসে তাদের উপর চড়াও হয়, ও অশ্রাব্যভাষায় গালিগালাজ করে।  দেওয়াল লেখার রঙ উল্টে দেয়। পাশাপাশি কল্লোল কর্মকারের জামা ছিঁড়ে দেয়। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলে দাবি। সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায়, পূর্ণচন্দ্র ব্যানার্জির পুলিশকে অভিযোগ জানিয়ে বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাদের আরো দাবি, তৃণমূল তিরাট পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে জনবিচ্ছিন্ন হচ্ছে বলেই তারা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে।

যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করেন সম্পূর্ণ ঘটনাটাই সাজানো ঘটনা। যে দেওয়ালে এই দেওয়াল লিখন করতে তারা গেছিলেন তারাই তাদের দেওয়াল লিখতে বাধা দিয়েছে। সেখানে কোন তৃণমূল কর্মী সমর্থক তাদের বাধা দিতে যায়নি। সম্পূর্ণটাই তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে বলেই দাবি করেন তৃণমূল নেতা দেবরাজ মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *