ভোটের আগেই লুট ব্যালট বাক্স, কার্যত রণক্ষেত্র সিতাই।

নিউজ ডেস্কঃ- উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর “তৃণমূলের নবজোয়ার” কর্মসূচী। আর এই কর্মসূচীর অঙ্গ হিসেবে তৃনমূল নেতা ঘোষণা করেছেন যে পঞ্চায়েত এর ত্রিস্তর এর প্রার্থী বাছাই করবেন এলাকার জনগন। সেই মতো এদিন সিতাই গোসাঁনিমারি হাইস্কুলের মাঠের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ভাষণের পর তিনি মঞ্চ থেকে নেমে যাওয়ার পর শুরু হয় ভোটদান। আর এতেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল।

ভোট দানের জন্য তখন জনগনের মধ্যে হিড়িক। মঞ্চের অবস্থা ভাঙো ভাঙো। আর অমতাবস্তায় তৃণমূলের অন্য এক পক্ষ ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে মঞ্চের উপরেই শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে গলদঘর্ম হতে হয় পুলিশকে। এরই মাঝে ব্যালট পেপার বের করে ছিঁড়ে ফেলে তৃণমূলের এক পক্ষ। শেষমেষ পুলিশ কোনক্রমে মঞ্চ খালি করে। কার্যত ভোটের আগেই হয়ে গেল ব্যালট বাক্স ছিনতাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *