পঞ্চায়েত ভোটে আক্রান্ত মহিলা প্রার্থীর সঙ্গে দেখা করে গেলেন জাতীয় মহিলা কমিশনের দল।
হাওড়াঃ- গত পঞ্চায়েত নির্বাচনে মহিলা প্রার্থী আক্রান্তের ঘটনা সরোজমিনে খতিয়ে দেখতে সোমবার হাওড়ায় আসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত মহিলা প্রার্থীর বাড়িতে গিয়ে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের দল। হাওড়ার ডোমজুড় ব্লকের মাকড়দহে আসেন তাঁরা। কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সহ কমিশনের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
এদিন কমিশনের সদস্যারা পুলিশ প্রশাসনকে বলেন কোর্টের নির্দেশে নির্যাতিতা মহিলার বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। এছাড়াও ভোট গণনার দিন যে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য।