আগামী সোমবার থেকেই ফের ব্যবসা শুরু করতে পারবেন হাওড়ার পোড়া হাটের ব্যবসায়ীরা। ঘোষণা ফিরহাদের।
হাওড়াঃ- আগামী সোমবার থেকেই ফের ব্যবসা শুরু করতে পারবেন হাওড়ার পোড়া হাটের ব্যবসায়ীরা। ঘোষণা ফিরহাদের। হাওড়ার পোড়া হাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সোমবার বিকেলে দেখা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীকে সামনে পেয়ে এদিন ব্যবয়ায়ীরা আবেদন করেন সামনের সপ্তাহেই তারা যাতে হাটে বসতে পারেন তার ব্যবস্থা করতে। মন্ত্রী তৎক্ষনাৎ জানিয়ে দেন আগামী সোমবার থেকেই হাট চালু করে দেওয়া হবে ধাপে ধাপে। এদিন বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমর্থনে এক পথসভাও হয়। ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডা: সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, গত ২০ জুলাই মধ্যরাতে মঙ্গলাহাটের পোড়া হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকশ দোকান এবং স্টল ভস্মীভূত হয়ে যায়। পুজোর আগে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয় হাটের ব্যবসায়ীদের। ফিরহাদ হাকিম এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এদের পুনর্বাসন হবে। এখন থেকে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। কাল সকাল থেকে পরিষ্কার করে যার যেখানে যা স্টল ছিল সেই অনুযায়ী এরা এখানে বসবেন। ব্যবসা করবেন। আমরা মালিককে ১৫ দিন সময় দিলাম শেড বানানোর জন্য। যদি না বানায় তাহলে আমরা এই জায়গাটাকে অধিগ্রহণ করে আমরাই শেড বানিয়ে দেব। যদি প্রাইভেট প্রপার্টিতে দেখা যায় গরীব মানুষের পেটে লাথি মারা হচ্ছে তাহলে সরকারের অধিকার আছে সেই প্রপার্টি নিয়ে নেবার।