সেলাইন হাতে স্বাস্থ্য কেন্দ্রের বাইরে রোগীরা।

ঘাটাল, পশ্চিম মেদিনীপুরঃ- এমনই চিত্র  ফুটে উঠল ঘাটাল বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বিকাল হলেই সেলাইন হাতে রোগীরা বেরিয়ে পড়েছেন স্বাস্থ্য কেন্দ্রের বাইরে।  রোগী থেকে রোগীর পরিজন সকলেরই দাবি প্রচন্ড তাপপ্রবাহের কারনে হাসপাতালের ভেতরে থাকা যাচ্ছে না। ভেতরে থাকলে আরো অসুস্থ হয়ে পড়ছেন তারা এরকমই অভিযোগ তাদের। তাই তারা বাধ্য হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসছেন একটু স্বস্তির জন্য। অনেক রোগীর দাবি বিকাল থেকে রাত ১২ পর্যন্ত এইভাবেই বাইরে বসে কাটাচ্ছেন তারা। রোগীর পরিজনরা বলেন এই বিষয়ে  চিকিৎসক ও কর্তব্যরত নার্সদের কে জানালেও কোনো সুরাহা হয়নি।

এই কথা স্বীকার করেন ওই স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক  সপ্তর্ষি পাল। তিনি বলেন  তাপপ্রবাহ দিন দিন বাড়ছে, স্বাস্থ্য কেন্দ্রের ওপরে কোনো সেড না থাকার কারনে  জ্বর বা অন্য কোনো রোগ নিয়ে কেও ভর্তি হলে আরো অসুস্থ হয়ে পড়ে রোগীরা। এই তাপপ্রবাহের কারনে শুধু রোগীরা নয় সমস্ত নার্স এবং চিকিৎসকদেরও অসুবিধা হয়‌। এই বিষয়ে বহুবার মহকুমাশাসক ও বিডিও অফিসে জানানো হয়েছে।  যদি একটা সেড এর ব্যাবস্থা করে দেওয়া হয় তাহলে রোগীদের এইভাবে বাইরে বেরোতে হবে না এবং আমাদের সকল স্টাফেদের ডিউটি করতে সুবিধা হবে।  তিনি আরো বলেন প্রসূতি মায়েদের ক্ষেত্রেও সুবিধা হবে  সেড এর ব্যবস্থা হলে, না হযলে ভবিষ্যৎ এ বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।  তিনি আবারও প্রসাশনিক দপ্তরে  আবেদন জানাবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *