খবরের জের, ক্ষীরপাই হাসপাতালে বসানো হল ১১টি দেওয়াল পাখা!

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুরঃ- রোগী ভর্তি করাতে এলে রোগীর পরিবারের সদস্যেরা যেন অবশ্যই সঙ্গে করে পাখা নিয়ে আসেন। মঙ্গলবার গরমের তীব্র দাপটের মধ্যে এমনই নির্দেশ দিয়ে পোস্টার পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাইরে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে পাখা নেই। খবর প্রকাশের পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দফতর। হাসপাতালে বসানো হল পর্যাপ্ত পরিমাণে পাখা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের ক্ষীরপাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে নেই পাখা, তীব্র গরমে চরম অস্বস্তি বোধ করছিলেন রোগীরা; এমনই অভিযোগ তুলেছিলেন রোগীর আত্মীয় পরিজনেরা।

তাঁদের অভিযোগ ছিল, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বাড়ি থেকে আনতে হচ্ছিল পাখা। তা নিয়েও হাসপাতালের দেওয়াল জুড়ে পড়েছিল ব্যাঙ্গাত্মক পোস্টার। আর সেই খবর প্রকাশের পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর। ক্ষীরপাই হাসপাতালে বসানো হল ১১টি দেওয়াল পাখা। চন্দ্রকোনা ১ ব্লক উন্নয়ন আধিকারিক রথীন্দ্রনাথ অধিকারী এসে হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, সিলিং ফ্যান ছিল কিন্তু তাও দাবদাহের জন্য প্রয়োজনীয় ফ্যান আমরা লাগিয়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *