অবশেষে মিললো সুরাহা, জমে থাকা জল ও জঞ্জালের স্তুপ সরানো হলো বালি থেকে।

হাওড়াঃ- বালিতে বৃষ্টি ছাড়াই রাস্তায় জমে জল। আর গোটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনার স্তুপ। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই সুরাহা মিললো। ২৪ ঘন্টার মধ্যেই শুক্রবার প্রাক্তন কাউন্সিলররা পুর কর্মীদের সঙ্গে নিয়ে এদিন জমা জল এবং জঞ্জালের স্তুপ সরিয়ে দেন। স্থানীয় মানুষের অভিযোগ, এর আগে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আবর্জনার স্তুপ। নর্দমার জল উপচে জমেছিল রাস্তায়। তার জেরেই রাস্তায় নোংরা জল জমে বিপাকে পড়েছিল স্কুল পড়ুয়ারা। এর পাশাপাশি রাস্তায় জমে যাওয়া আবর্জনা বেশ কিছু এলাকায় রাস্তার অর্ধেক অংশ দখল করে নিয়েছিল। সব মিলিয়ে রাস্তা দিয়ে পথচলা অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে ২৪ ঘন্টার মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ায় খুশি বেলুড়ের হরেন মুখার্জী রোডের স্থানীয় বাসিন্দারা।

বালি পুরসভার বক্তব্য, বালির চাঁদমারীতে থাকা টেনচিং গ্রাউন্ড এলাকায় নর্দমা আটকে পড়ায় নতুন করে আবর্জনা ফেলা যাচ্ছে না। সেই কারণেই সাময়িক সমস্যা হয়েছিল। এখন সমস্যা আর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *