দাসনগরে মহিলার মৃত্যুতে অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলায় তদন্ত পুলিশের।
হাওড়াঃ- প্রতিবেশী দুই পরিবারের মহিলাদের মধ্যে ঝামেলায় ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগরে। এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তারের পাশাপাশি ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, দুই পরিবারের শিশুদের মধ্যে মারামারির ঘটনাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। সেই ঝামেলা ছড়িয়ে পড়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে। অভিযোগ, চুলের মুঠি ধরে ধাক্কাধাক্কির সময় মাটিতে পড়ে যান গৃহবধূ রেহানা বেগম (২৯)। তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাওড়া দাসনগর থানার অন্তর্গত ধাড়সার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দাসনগর থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।