হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে হাইকোর্টে মামলার হুমকির পরিপ্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধেই পাল্টা মিথ্যাচারের অভিযোগ সুজয়ের।

হাওড়াঃ- হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে হাইকোর্টে মামলার হুমকির পরিপ্রেক্ষিতে এবার বিজেপির বিরুদ্ধেই পাল্টা মিথ্যাচারের অভিযোগ তুললেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় আসা কর্মীদের জন্য হাওড়া স্টেশনে জলের গাড়ি না দেওয়ায় হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। শুক্রবার বিকেলে মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী ওই অভিযোগ নস্যাৎ করে দিয়ে সাফ জানিয়ে দেন আসলে বিজেপির পুরোটাই মিথ্যাচার। ওইদিন হাওড়ার বেলগাছিয়ায় জলের  পাম্পের একটি ভালভ বিকল হয়ে গিয়েছিল। সেটি পাল্টানোর প্রয়োজনে ওইদিন পুরো হাওড়া শহরেই জল সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল। তাই শহরবাসীকে জল সরবরাহের প্রয়োজনে পুরসভার সবকটি জলের গাড়ি ব্যবহার করতে হয়েছিল। সে কারণেই হাওড়া স্টেশনে বিজেপির কর্মসূচিতে জলের গাড়ি পাঠানো সম্ভব হয়নি।

শহরবাসীকে জল না দিয়ে মিছিলে আসা লোকেদের জন্য জলের গাড়ি পাঠানো কোনওমতেই সম্ভব ছিলনা। মানবিক দিক দিয়েও হাওড়া শহরের বাসিন্দাদের জল থেকে বঞ্চিত রেখে মিছিলে জলের গাড়ি পাঠানোও ঠিক নয়। এইটুকু মানবিক না হয়ে বিজেপি সবেতেই এজেন্সি আর কোর্টে চলে যায়। এবারও তাই করেছে। কিন্তু আমাদের কাছে শহরবাসীর গুরুত্বটাই সব থেকে বেশি। তাই হাওড়া স্টেশনে জলের গাড়ি না পাঠিয়ে শহরবাসীকে জরুরি ভিত্তিতে গাড়ি পাঠিয়ে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর সমস্ত রেকর্ডও আমাদের কাছে রয়েছে। বেলগাছিয়া এলাকার বাসিন্দারাও বিষয়টি জানেন। এর আগেও বিজেপির অনেক অনুষ্ঠানে আমরা সবরকমের সাহায্য করেছি। তাই কোনও তৈরি করা কারণে নয়; প্রকৃত কারণেই হাওড়া স্টেশনের বাইরে জলের গাড়ি পাঠানো সম্ভব হয়নি। এদিকে, এই নিয়ে হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে বিজেপি শীঘ্রই উচ্চ আদালতে মামলা করবে বলে দলের রাজ্য সহ সভাপতি সঞ্জয় সিং সাংবাদিকদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *