সংবাদ মাধ্যমের খবরের জের, ১২ বছর পর পাট্টা পাওয়া জমির দখল পেল দরিদ্র পরিবার।

পশ্চিম মেদিনীপুরঃ- সংবাদ মাধ্যমের খবরের জেরে জমির অধিকার ফিরে পেল দরিদ্র পরিবার। সংবাদ মাধ্যমে কিছুদিন আগে প্রকাশ হয়েছিল যে, দরিদ্র পরিবারের পাট্টা পাওয়া রেকর্ড ভুক্ত জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ ছিল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সংবাদ মাধ্যমের এই খবর প্রকাশের পরেই নড়ে চড়ে বসে তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকেরা।

স্বামীহারা বেলা বিবির অভিযোগ, তারা কয়েকবছর আগে সরকারিভাবে ৫ শতক জমি পাট্টা পেয়েছিলেন। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর এলাকায়। বেলা বিবির স্বামী শাহাজাহানের কিছুদিন আগেই মৃত্যু হয়েছে। পাট্টা পাওয়া জমির রেকর্ডও শাহাজাহানের পরিবার করিয়ে নিয়েছিলেন। আর সেই কৃষি জমি সাজাহানের পরিবারকে না দিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে এলাকার দাপুটে তৃণমূল নেতা আনোয়ার মল্লিক। ঐ নেতার বিরুদ্ধে আরো অভিযোগ, কয়েক মাস আগে সরকারি খাস জায়গায় বাড়ি করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে সে। এই ঘটনার পর থেকে অসহায় ভাবে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। স্থানীয় শাসক দলের নেতা থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা হয়নি।

তবে জমি দখল করে রাখার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা আনোয়ার মল্লিক। তার বক্তব্য, ওরা পাট্টা পেয়েছে ঠিক। কিন্তু পার্টিতে আলোচনা করার পরেই ওদের জমি ওদের হাতে তুলে দেয়া হবে। তবে দেড় লক্ষ টাকা নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন তিনি।

অসহায় বেলা বিবির এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসন। শেষ পর্যন্ত নিজের জমি ফেরত পেলেন বেলা বিবি। শুরু করলেন বাড়ি নির্মাণের কাজ। আর অকুণ্ঠ ধন্যবাদ জানালেন সংবাদ মাধ্যমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *