“অভিষেক নিজের উন্নয়ন করেছেন, মানুষের নয়।” হাওড়ায় প্রচারে এসে মন্তব্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের।

হাওড়াঃ- “অভিষেক নিজের উন্নয়ন করেছেন, মানুষের নয়।” হাওড়ায় প্রচারে এসে মন্তব্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। তিনি বলেন, এরা রাজ্যের মানুষের জন্য কিছু করে না। এরা শুধু নিজেদের উন্নয়ন করেছেন, মানুষের নয়। আজকে লক্ষ্মীর ভান্ডারের জন্য ৫০০ টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে। অথচ বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে দেখুন সেখানে অনেক বেশি সুযোগ সুবিধা মানুষ পান। সুতরাং বাংলার মানুষকে সমস্ত উন্নয়ন থেকে এই বাংলার সরকার বঞ্চিত করে রেখেছে। মঙ্গলবার সকালে হাওড়ার সাঁকরাইল ব্লকের আন্দুল পাঁচপাড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে একথা বলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, টিএমসির কথা কেউ শোনে না। সকলেই জানে মিথ্যেবাদীর অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি। কিছুদিন আগে রাজ্যপাল ভাল ছিল এখন খারাপ হয়ে গেল ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উন্নয়ন গেটের উপর দাঁড়িয়ে আছে। যদি উন্নয়ন গেটের উপর দাঁড়িয়ে ছিল তাহলে ভাইপো কেন বাঁদরের মতো গাড়ির উপর এদিক ওদিক করল ? উনি নিজের উন্নয়ন করেছেন, মানুষের নয়। যখন থেকে টিএমসি এসেছে এর মধ্যে দল থেকে বেরিয়ে এতো নির্দল প্রার্থী আগে হয়নি। এতে দলের গোষ্ঠীদ্বন্দ্ব বোঝা যাচ্ছে। নির্বাচনে দাঁড়ানোর জন্য এক তৃণমূল কর্মী অন্য তৃণমূল কর্মীকে খুন করছে। কাটমানির জন্য খুন করছে। কিন্তু সরকার খুঁজে পাচ্ছে না খুনিদের। মানুষের জীবনের দাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই।

টিএমসি রাজ্যে আইন ব্যবস্থা ধ্বংস করেছে। নিজের কাছের লোককে পদে বসাচ্ছে। পুলিশকে নিজেদের মতো করে চালাচ্ছে তারা। রাজ্যপাল নিজের সাংবিধানিক অধিকার ভাল করেই জানেন। সেইজন্য তিনি নিজে গিয়ে সাধারণ মানুষের কষ্ট দেখে যখন বলছেন তখন টিএমসির কষ্ট হচ্ছে। সত্য কেউ শুনতে পছন্দ করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *