সন্দেশখালির ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে সুকান্ত মজুমদারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- সন্দেশখালিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা মহিলাদের উপর পাশবিক অত্যাচারের প্রতিবাদে বসিরহাট SP অফিস ঘেরাও কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছিল ডঃ সুকান্ত মজুমদারের উপর। রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ড. সুকান্ত মজুমদার মহাশয়ের ওপর সেই হামলার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গংগারামপুর এর বিধায়ক সত্যেন রায়, জেলা সভাপতি স্বরুপ চৌধুরী সহ বিজেপি দলের প্রায় সকল কর্মী সমর্থকরা।
স্বরূপ চৌধুরী ও সত্যেন রায় জানান, সন্দেশ খালিতে তৃণমূল কংগ্রেসে পুলিশের অত্যাচার এবং সুকান্ত মজুমদার কে নিগ্রহের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।