অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আধার ও প্যানের সংযুক্তির নামে টাকা লুট এবং রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ হাওড়ায়।
হাওড়াঃ- অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আধার ও প্যানের সংযুক্তির নামে টাকা লুট এবং রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ হাওড়ায়। ময়দানে মেট্রো চ্যানেলের সামনে চলছে এই কর্মসূচি। রান্নার গ্যাস, পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, আধার ও প্যান কার্ডের সংযুক্তির নামে এক হাজার টাকা করে লুট করার প্রতিবাদে এবং রাজ্যে চাকরি দুর্নীতির প্রতিবাদে আজ দুপুর থেকে হাওড়ায় অবস্থান বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। মঙ্গলবার দুপুরে মধ্য হাওড়া কংগ্রেস কমিটির তরফ থেকে হাওড়া ময়দানে মেট্রো চ্যানেলের সামনে শুরু হয়েছে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
যেখানে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েকশো কর্মী সমর্থক। তাদের অভিযোগ, আধার এবং প্যান কার্ডের সংযুক্তির নামে সাধারণ মানুষের থেকে এক হাজার টাকা করে লুট করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার সংসদকে অচল করে রেখেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করা হয়েছে। রান্নার গ্যাস আজকে আকাশ ছোঁয়া। এর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা যেমন সরব হয়েছে পাশাপাশি এই রাজ্যে যেভাবে চাকরি নিয়োগ দুর্নীতিতে রাজ্য সরকার জড়িয়ে পড়েছে তাতে অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল এবং অযোগ্যদের চাকরি থেকে বহিষ্কারের দাবি তুলেছে তারা।