কোটি টাকার লটারী জিতে আনন্দে আত্মহারা পঞ্চায়েত সচিব।

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: মাঝেমধ্যেই ছোটখাটো পুরস্কার জিততেন তিনি। কিন্তু এ বারে একবারে “ছক্কা”! রাতারাতি কোটিপতি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৫ নং মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব জিতেছেন ১ কোটি টাকা। কিন্তু এত টাকা নিয়ে কী করবেন, তা-ই ভেবে উঠতে পারছেন না! তবে আনন্দে আত্মহারা ওই অফিসার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মহারাজপুরে বাড়ি, দীর্ঘদিন ধরে কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব স্বপন পন্ডিত। ভাগ্য পরীক্ষা করতে প্রায়শই লটারির টিকিট কাটতেন বলে জানাচ্ছেন স্বপন বাবু। অবশেষে মিলল কোটি টাকার জ্যাকপট। তিনি এ দিন দশ সেমের ৬০ টাকা দিয়ে লটারি কেটেছিলেন বলে জানালেন। স্বপন পন্ডিত বলেন, ‘‘গত ৩-৪ বছর ধরে এলাকার একটি নির্দিষ্ট দোকান অর্থাৎ আমার ভাইপো শুভদীপ পন্ডিতের কাছ থেকে লটারির টিকিট কিনছি।” তিনি জানান, এর আগে বড় পুরস্কার বলতে ৪৫০০০ টাকা পেয়েছিলেন। শনিবার যখন ওই লটারি দোকানদার ভাইপো ফোন করে জানান যে তিনি কোটি টাকা জিতেছেন, বিশ্বাসই করতে পারেন নি।

তিনি ভাবছিলেন মজা করছেন ভাইপো শুভদীপ। তিনি বাড়ির বাকি সদস্যদের বলেছিলেন ব্যাপারটা। তাঁদের অবস্থাও একই। প্রথমে সবাই বলেছিলেন, “হতে পারে না।” কিন্তু হয়েছে। সত্যি সত্যি কোটি টাকা জেতার খবর পেয়ে বসে বসে টিকিটের নম্বর মেলান ওই অফিসার। স্বপন বাবু বলেন, ‘‘ওই টাকা নিয়ে এখনও ঠিক করতে পারিনি যে, কী করব এই টাকায়। তবে ওই টাকা নিয়ে বেশ কিছু পারিবারিক সম্পত্তি করব এছাড়াও আমি যেহেতু প্রশাসনিক পদে চাকরি করি তাই প্রশাসনের মাধ্যমে কিছু সামাজিক উন্নয়ন মূলক কাজে দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *