কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা অব্যাহত।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- ভিসির অপসারণ চেয়ে নবম দিনে পড়ল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের আন্দোলন।  মঙ্গলবারেও দেখা গেল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটের সামনে বসে আন্দোলন করছেন। তাদের দাবি অবিলম্বে এই ভিসিকে এসে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে আলোচনা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে অপসারণের নোটিশ প্রত্যাহার করতে হবে। অধ্যাপকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের মতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা যে বিষয়গুলি নিয়ে আন্দোলন করছেন তার সাথে ছাত্রদেরও স্বার্থ জড়িয়ে রয়েছে। নৈতিকভাবে এই আন্দোলনে কে সমর্থন জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *