টোটোর ধাক্কায় রেলগেট ভেঙে দুর্ঘটনা হাওড়ার রামরাজাতলা স্টেশনে।
হাওড়াঃ- টোটোর ধাক্কায় রেলগেট ভেঙে দুর্ঘটনা হাওড়ার রামরাজাতলা স্টেশনে। অভিযোগ টোটোর ধাক্কায় ভাঙে রেল গেট। আর তার ফলে নাজেহাল হন সাধারণ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে হাওড়া খড়গপুর শাখার দক্ষিণ পূর্ব রেলের রামরাজাতলা স্টেশনে। জানা গিয়েছে, রেল গেট বন্ধের আগে তাড়াতাড়ি করে পার হবার সময় ওই দুর্ঘটনা ঘটে। এরপর হাওড়ার মহিয়াড়ী রোডে রামরাজাতলা স্টেশনে রেল গেটের দুধারে সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায়। চরম নাজেহাল হন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেলের আধিকারিকরা ও ইঞ্জিনিয়াররা। ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। রেল কর্মীদের তৎপরতায় ঘণ্টা দুয়েকের মধ্যেই রেল গেট সারানো হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।