প্রায় ছয় বছর ধরে রাস্তা বেহাল, বন্ধ দুয়ারে রেশন প্রকল্প।

পশ্চিম মেদিনীপুর:- প্রায় ছয় বছর ধরে রাস্তা বেহাল, গ্রামে প্রবেশ করেনি পণ্যবাহী বড় গাড়ি, তাই বন্ধ দুয়ারে রেশন প্রকল্প। এদিকে গ্রামেই দিতে হবে রেশন, অন্য গ্রামে গিয়ে নেব না রেশন, এমনই দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামের মানুষজনের, রেশন সামগ্রী না নিয়ে বাড়ি ফিরে গেল রেশন গ্রাহকরা।

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কল্লা গ্রামে। জানাযায় খুড়শি গ্রামের রেশন  কল্লা গ্রাম থেকে দেওয়া কাজ শুরু করেছিল দুবারের রেশন প্রকল্পে রেশন ডিলার, ক্ষুদিরাম রায়।

তাই অন্যান্য দিনের মতো আজ ও খুড়শি গ্রামে রেশন দ্রব্য কল্লা গ্রাম থেকে বিতরণ করছিল। হঠাৎ করে আজ সকালে  বেঁকে বসলো রেশন গ্রাহকেরা, তাদের দাবি আমাদের খুড়শি গ্রামেই দিতে হবে  রেশন। তা না হলে তারা রেশন দ্রব্য নেবে না, এই নিয়েই দেখা দেয় তুমুল বিক্ষোভ। গ্রামের মানুষজনদের দাবি, বেশ কয়েক মাস ধরে এই কল্লা গ্রামে থেকে খুড়শি গ্রামের রেশন দ্রব্য বিতরণ হচ্ছে, অনেকটাই পথ হেঁটে প্রতিনিয়ত মহিলা ও বয়স্ক মানুষদের রেশন নিতে আসতে হচ্ছে কল্লা গ্রামে। আর এতেই স্থানীয় মানুষজনের অভিযোগ তাদের গ্রামেই দিতে হবে তাদের রেশন দ্রব্য।

যদিও রেশন ডিলারের সাফাই  কল্লা গ্রাম থেকে খুড়শি গ্রাম যাওয়ার পথে একটি কালভার্ট রয়েছে সেই কালভার্ট টি ভেঙ্গে গিয়েছে কয়েক বছর আগে, এমনকি কালভার্টের নিচে দিয়ে একটি মোরাম রাস্তা করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই রাস্তা ও বেহাল, সেই রাস্তায় পণ্য বাহী গাড়ি কোনমতেই নিয়ে যাওয়া যাবে না, তাই খুড়শি গ্রাম থেকে রেশন বিতরণ করা যাচ্ছে না। এই নিয়ে তিনি একাধিকবার ব্লক প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি। তবে যাই হোক আজ রেশন দ্রব্য না নিয়েই বাড়ি ফিরে গেল খুড়শিড়ি গ্রামের প্রায় ১২০০ শ  রেশন গ্রাহক।ঘটনায় দেখা দিয়েছে উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *