জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস যোগাতে হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
বালুরঘাটঃ- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস যোগাতে হিলি ব্লকের বিনসিরা গ্রাম পঞ্চায়েতের একাধিক সংসদে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। নেতৃত্বে হিলি পুলিশের এ.এস.আই. গণেশ চন্দ্র সরকার। শুক্রবার বিকেল চারটে নাগাদ ভিনসিরা গ্রাম পঞ্চায়েতের বিনসিরা পূর্ব মোস্তাফাপুর শ্রীকৃষ্ণপুর এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী।
পাশাপাশি এদিন জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা শুনলেন ও বার্তালাপ করলেন এ.এস.আই. গণেশ চন্দ্র সরকার প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগণ খবর করার সময় বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই রুট মার্চ চালু ছিল।