দলের অফিসিয়াল প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রতীকে ভোটে লড়ায় তৃণমূল যুব কংগ্রেসের দুই অঞ্চল সভাপতির বহিষ্কার।
হাওড়াঃ- দলের অফিসিয়াল প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রতীকে ভোটে লড়ায় তৃণমূল যুব কংগ্রেসের দুই অঞ্চল সভাপতিকে বহিষ্কার করলো দল। দলের বিরুদ্ধে গিয়ে পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের ওই দুই অঞ্চল সভাপতিকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হলো। সোমবার বিকেলে হাওড়ার কদমতলায় জেলা সদর তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। তিনি বলেন, দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকার দ্যুইলা অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মিত্র এবং পাঁচপাড়া অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ নুরুল হাসানকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হলো। প্রসেনজিৎ মিত্র, এবারে দলের সিম্বল না পেয়ে পঞ্চায়েত সমিতিতে নির্দল হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন এবং শেখ নুরুল হাসান দলের টিকিট না পেয়ে গ্রামসভায় নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন। এদের দুজনকেই দল থেকে বহিষ্কার করা হলো বলে কৈলাস মিশ্র জানান। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচিতে এসে একটি কথা বারবার বলে গেছেন দলের নির্দেশ না মেনে যারা বিরুদ্ধাচারণ করবেন, দলের নির্দেশ না মেনে যারা কাজ করবেন, দলের সিদ্ধান্তের বাইরে যারা যাবেন তাদের বিরুদ্ধে দল পদক্ষেপ নেবে এবং কড়া ব্যবস্থা নেবে। এই ক্ষেত্রেও দলবিরোধী কাজের জন্য দলের অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে ভোটে লড়ার জন্য এদের দুজনকেই আজ দল থেকে বহিষ্কার করা হলো।