বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল।
হাওড়াঃ- রাজ্যপাল সিভি আনন্দ বোস হেলিকপ্টারে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হলেন। শুক্রবার সকাল দশটা ২৫ মিনিট নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড থেকে তিনি হেলিকপ্টারে রওনা দেন। বাঁকুড়া থেকে ফের হেলিকপ্টারেই তাঁর অন্ডাল যাওয়ার কর্মসূচি রয়েছে। সেখানে অন্য একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজ বিকেলেই তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।