বিরলতম মহাজাগতিক দৃশ্য, চাঁদের নীচে ঝুলছে মুক্তো।
নিউজ ডেস্কঃ- সন্ধ্যার আকাশের বিরলতম মহাজাগতিক দৃশ্য উপভোগ করলেন বঙ্গবাসী। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় এই বিরলতম দৃশ্য দেখা গেছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। একফালি চাঁদের নীচে মুক্তোর মতো এক আলোকবিন্দু।
শুক্রবারের সন্ধ্যার আকাশের এই দৃশ্য আপামর জনসাধারন উপভোগ করলেন নয়ন ভরে।
এক বিরলতম মুহূর্তে উপস্থিত হয়েছে চাঁদ ও শুক্র গ্রহ। শুক্রবারের পশ্চিম আকাশে একই রেখায় উপস্থিত হয়েছে একফালি চাঁদ ও শুক্র গ্রহ।
আর এই মহাজাগতিক সন্ধিক্ষণে মনে হচ্ছে চাঁদের নীচে এক মুক্তো ঝুলছে।